"মাঘী পূর্ণিমা" উপলক্ষ্যে প্রতিষ্ঠান ছুটি ঘোষণা
এতদ্বারা দলুয়া উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয় এর ৬ষ্ঠ হতে দ্বাদশ শ্রেনী পর্যন্ত সকল ছাত্র ছাত্রীদের জানানো যাচ্ছে যে , আগামী - ১১/০২/২০২৫ ইং "মাঘী পূর্ণিমা" উপলক্ষে প্রতিষ্ঠানের শ্রেনী পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে । আগামী ১২/০২/২০২৫ ইং হতে প্রতিষ্ঠানের শ্রেনীপাঠদান কার্যক্রম যথারীতি চলতে থাকবে।
আদেশ ক্রমে
মোঃ শাহ্জাহান কবির
অধ্যক্ষ
দলুয়া উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়
সাতোর, বীরগঞ্জ, দিনাজপুর ।