
Date : 27/01/2021
ডিগ্রি ৩য় বর্ষের (শিক্ষাবর্ষ ২০১৬-১৭) ফরম পূরন সংক্রান্ত বিজ্ঞপ্তি
“ বিজ্ঞপ্তি ”
এতদ্বারা ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ডিগ্রী পাস ৩য় বর্ষে নিয়মিত এবং ২০১৫-১৬ ও ২০১৪-১৫ শিক্ষাবর্ষে অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীদের পরীক্ষার ফরম পূরণ সংক্রান্ত আবেদনপত্র সহ যাবতীয় কার্যক্রম অনলাইনে ২৩ জানুয়ারি ২০২১খ্রি: হতে শুরু হয়েছে। নিম্নোক্ত সময়সূচী মোতাবেক শিক্ষার্থীরা ফরম পূরণের টাকা (বেতন ও ইনকোর্স ফি যাদের বকেয়া রয়েছে) পরিশোধ পূর্বক ফরম পূরণে নির্দেশ দেয়া হলো।
ফরম পূরনের নিয়মাবলী নিম্নরুপঃ
০১. নিয়মিত পরীক্ষার্থী ফি ৩১০০.০০
০২. অনিয়মিত পরীক্ষার্থী ফি ৩২০০.০০
০৩.গ্রেড উন্নয়ন ০১ বিষয় ১৩০০.০০
০৪.গ্রেড উন্নয়ন ০২ বিষয় ১৫০০.০০
০৫.গ্রেড উন্নয়ন ০৩ বিষয় ১৭০০.০০
০৬.ফরমের সাথে রেজি:কার্ডের ফটোকপি সংযুক্ত ও পাসপোর্ট সাইজের ০১
(এক) কপি ছবি জমা দিতে হবে।
ফরম পূরনের তারিখঃ ০১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি-২০২১খ্রি: পর্যন্ত।
নির্দেশক্রমে
(মো: শামছুল ইসলাম)
অধ্যক্ষ
দক্ষিণ সুরমা সরকারি কলেজ, সিলেট।
Office
Latest Notices
02 Jan, 2021