
Date : 21/06/2022
২০২১-২২ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষে ভর্তির বিজ্ঞপ্তি
এতদ্বারা অত্র কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষে ভর্তি হতে ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয় বিশ্বদ্যিালয় কর্তৃক ১ম মেধা তালিকা অনুযায়ী শিক্ষার্থীরা আগামী ২১/০৬/২০২২ তারিখ থেকে ২৮/০৬/২০২২ তারিখ পর্যন্ত ভর্তি হতে পারবে।
ভর্তি ফি, ০৬ মাসের বেতন ও সেমিনার ফি সার্ভিস চার্জ সহ ৭৬৮০.০০ (সাত হাজার ছয়শত আশি) টাকা।
ভর্তি ফি নগদ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জমা দিতে হবে। নগদ এ্যাপস থেকে মার্চেন্ট পেমেন্টে গিয়ে 01718284775 এই নম্বরে 7680.00 টাকা পেমেন্ট করার পর রেফারেন্স নম্বর আসবে সেখানে ডাউনলোডকৃত অনলাইন ভর্তি ফরমে যে Admission Roll আছে তা নির্ভুলভাবে দিবে তারপর স্পেস দিয়ে মোবাইল নম্বর ও বিষয়ের নাম উল্লেখ করবে। ভুল রোল নম্বর দিলে ভর্তি নিশ্চয়ন না হলে কলেজ কর্তৃপক্ষ দায়ভার গ্রহণ করবে না।
বন্যা পরবর্তিতে কলেজে এসে নিজ নিজ বিভাগে ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে। ভর্তির নিয়মাবলী:
০১. এসএসসি/সমমান পরীক্ষার মুল মার্কসীট এর ০২ কপি ফটোকপি জমা দিতে হবে।
০২. এইচএসসি/সমমান পরীক্ষার মুল মার্কসীট ও ০২ কপি ফটোকপি জমা দিতে হবে।
০৩. পাসপোর্ট সাইজের ০২ কপি ও স্টাম্প সাইজের ০২ কপি রঙ্গিন ছবি জমা দিতে হবে।
নির্দেশক্রমে
মো: মতিউর রহমান
অধ্যক্ষ
দক্ষিণ সুরমা সরকারি কলেজ, সিলেট।
Office
Latest Notices
28 Jun, 2022
21 Jun, 2022
02 Jun, 2022